Tuesday, October 20, 2015

গুগল এডসেন্স একাউন্ট ব্যান এড়াতে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং মাথায় রাখতে হবে। পার্ট-১

ইন্টারনেটের আয়ের কৌশল এ যে কোন ব্লগারেরই অন্যতম পছন্দই হচ্ছে Google Adsense. বর্তমানে বাংলাদেশ সহ অনেক পৃথিবীর অনেক দেশেই গুগল এডসেন্স ভালো মানের সাইট বা ব্লগ না হলে Approve করছেনাআমাদের পাশাপাশি দেশ ভারত আর চীনে তো কোন সাইটের বয়স ৬ মাসের কম হলে গুগল এডসেন্স এর অ্যাপ্লাই যোগ্য হচ্ছেনা যেখানে এডসেন্স পাওয়াই টাফ আর তার উপর যদি কিছু ব্যাপার না জানার কারনে এডসেন্স ব্যান হয় তখন মন মানুষিকতা ই নষ্ট হয়ে যায়এডসেন্স খুব ই সংবেদনশীল একটা ব্যাপারআর এ ব্যাপারে যদি সঠিক দৃষ্টি দেয়া না হয় তবে নিশ্চিত এডসেন্স ব্যান হয়ে যাবেএডসেন্স ব্যান হওয়া পাব্লিসার্সদের জন্য গাইডআজ আমার এই পোষ্টটি এডসেন্স ব্যান ঠেকানোর বিস্তারিত ব্যাপার নিয়ে করাআশা করি আপনাদের উপকারে আসবেকথা না বাড়িয়ে শুরু করা যাক



এডসেন্স ব্যান এড়াতে নিম্নলিখত ব্যাপার গুলো অনুসরণ করুন :

1. নিজের এড এ নিজে ক্লীক করা থেকে বিরত থাকুন এতে অতিমাত্রায় Invalid Clicks Impressions বাড়ে যা এডসেন্স ব্যান হওয়ার অন্যতম কারণ

2. বন্ধু বা পরিচিতদের ও আপনার সাইটের এড এ ক্লীক করতে অনুপ্রাণিত করবেন না

3. সাইবার ক্যাফে বা বন্ধুর পিসিতে আপনার এডসেন্স একাউন্টে লগিন করা থেকে বিরত থাকুন

4. Nudity বা পর্নগ্রাফি টাইপের সাইটে এবং হ্যাকিং ও ক্রেকিং বিষয়ক সাইটে এডসেন্সের এড বসাবেন না (অন্যের ডাউনলোড লিংক ব্যাবহারের ক্ষেত্রেও সতর্ক হোন)

5. কোন Violent, Gambling অথবা casino এবং Sales of weapons রিলেটেড কনটেন্ট নিয়ে লেখা সাইটে এড বসানো যাবেনা যা কিনা গুগলের কাছে ইলিগেল বলে বিবেচিত


6. কপিরাইট আইনে পরে এমন সাইটে এড বসানো যাবেনা গুগল চায় কন্টেন্ট আর অবশ্যই ভালো মানের ইউনিক কন্টেন্ট, সুতরাং অতিমাত্রায় কপিপেস্ট এডসেন্স ব্যান হওয়ার জন্য দায়ী হতে পারেকনটেন্ট হীন পাতায় এ্যাড বসাবেন না এবং পেজে হিডেন টেক্সট ও লিংক ব্যাবহার করবেন না

3 comments:

  1. Amar YouTube AdSense account theke balance zero hoia gese ki jnno bolte paren ?

    ReplyDelete
  2. vai amr blog a 6 mas holo.. aj dekhi adsense er apply option khule gese.. blog a 12 ta post ase... 1 ta banglay... ekhn ki apply korbo?

    ReplyDelete
  3. vai amr blog a 6 mas holo.. aj dekhi adsense er apply option khule gese.. blog a 12 ta post ase... 1 ta banglay... ekhn ki apply korbo?

    ReplyDelete