প্রিয় টেকটিউন্স বাসি, কেমন আছেন সবাই? আশা করি ভাল। চলেন কাজের
কথায়ঃ যেখানে এডসেন্স পাওয়াই টাফ আর তার উপর যদি
কিছু ব্যাপার না জানার কারনে এডসেন্স ব্যান হয় তাহলে
খুব খারাব লাগে।আগের পার্বে কয়েটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আবার
পরের পয়েন্টগলো তুলে ধরলাম আশা করি ভাল লাগবে।
৭।
গুগল সাপোর্ট করে না এমন সব ভাষায় লেখা সাইটে এড বসানো থেকে
বিরত থাকুন। যার জন্য এডসেন্স ব্যান হয়ে যেতে পারে। গুগল সাপোর্ট করে শুধু মাত্র “Chinese (simplified),
Japanese, Danish, Korean, Dutch, Norwegian, English, Polish, Finnish,
Portuguese, French, Russian, German, Spanish, Hungarian, Swedish, Italian and
Turkish”. In addition, Adsense for search is available in Czech, Slovak, and
Traditional Chinese.
৮। ছবির সাথেই গুগলের
এড কখনই বসাবেন না। এতে ভিসিটর বিভ্রান্তিতে
পরে আর এটা গুগল কখনো সাপোর্ট করে না যা এডসেন্স ব্যান হওয়ার কারন হতে পারে।
৯। অতিরিক্ত কিওয়ার্ড
ও একই কিওয়ার্ড বার বার ব্যাবহার এবং বিষয় ব্যতীত ভিন্ন কিওয়ার্ড ব্যাবহার এডসেন্স
ব্যান হওয়ার জন্য দায়ী।
১০।
High Paying Keyword টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।
১১। এ্যাডের কোড পরিবর্তন
করার চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট
থেকেই পরিবর্তন করুন।
১২। ভিসিটরকে বিভিন্ন লেখার
(Click here, Click this) মাধ্যমে এড এ ক্লিক
করতে অনুপ্রাণিত করবেন না।
১৩।। সাইটের উৎকট ডিজাইন,
অপ্রয়োজনীয় Widgets ব্যবহার করা
উচিৎ হবে না। যা এডসেন্স ব্যান হওয়ার কারন হতে পারে।
১৪। পোস্টে অতি মাত্রায়
H2 Tag এর ব্যাবহার করা থেকে বিরত থাকুন
এগুলোও মেনে এডসেন্স ব্যাবহার করুনঃ
১৫। অন্য কাঊকে এডসেন্স
এর Impressions, CTR এবং CPM ইত্যাদি বলা থেকে বিরত থাকুন।এবং একি সাথে ইমেইলের মাধ্যমে এড কোড পাঠাবেন না ।
১৬। ভুলেও কিন্তু এডসেন্স
এবং ক্লিকসর একসাথে ব্যাবহার করবেন না, কারন ক্লিকসর
কনটেক্সচুয়াল এড, যেটা এডসেন্স এর টার্মস বিরোধী। ইয়াহু অথবা ক্লিকসর
এডসেন্সের সাথে বসালে এমনিতেই এডসেন্স ব্যান হয়ে যাবে। আর এডব্রাইট এবং বিডভার্টাইজার ব্যাবহারের
ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এডসেন্স এর সাথে এডের সাইজ এবং কালার এক না হয়।
১৭। এডসেন্স সচল থাকা সত্ত্বেও
আরেকটি একাউন্ট খোলার চেষ্টা করছেন যা বিদ্যমান একাউন্ট ব্যান হওয়ার কারন হতে পারে। কেননা গুগল কখনো মাল্টি
একাউন্ট ব্যাবহারের অনুমতি প্রদান করেনা।
আশা করি বুঝতে পেরেছেন। আমি এই কথাগুল শুধু মাত্র নতুন পাবলিশারদের
জন্য তুলে ধরেছি। ধন্যবাদ ভাল থাকবেন।
এই বিজারক আমার কাছ থেকে ২০০০ টাকা নিয়া গুগল অ্যাডসেন্স এর একাউন্ট দেয় নাই । এখন ফোনে বন্দ করে রেখেছে । অর মা অকে কচু খেতের মদে দিয়া বের করছে ।এই বিজারকের হাতে জেন আপনারা পরেন না …।। অকে যদি পাইতাম অর মা বদার মদে ডুকা দিয়া আসতাম । সালা বিজারক ।।
ReplyDelete