Wednesday, September 18, 2013

ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে সাইটে ভিজিটর বাড়ানো!

প্রায় ১০০ কোটি ব্যবহারকারীকে নিয়ে এগিয়ে যাওয়া জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক! ইন্টারনেট মার্কেটিং এর জন্য ফেসবুকের গুরুত্বও অত্যাধিকফেসবুক থেকে অতি সহজেই ওয়েবসাইটে ভালো ট্রাফিক পাওয়া যায়এরমধ্যে সবচেয়ে কার্যকরী হলো ফেসবুক ফ্যান পেজআমি নিজেও আমার ব্লগ সাইটের জন্য ফেসবুক ফ্যান পেজের সাহায্য নিইএখানে ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে কিভাবে সাইটে ট্রাফিক বাড়ানো যায় সে সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছিআশাকরি যারা অনলাইন মার্কেটিংয়ের সঙ্গে জড়িত তাদের কাজে লাগবেআসুন দেখে নিই

ইনফো ট্যাবটি সাজিয়ে নিন
ফেসবুক পেজ খোলার পরে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে ভুলে যাবেন নাভিজিটররা যেটি সবথেকে বেশি লক্ষ্য করে সেটি হলো পেজটির অ্যাবাউট অথবা ইনফরমেশনতাই এই বিষয়ে খুবই নজর দেওয়া প্রয়োজনঅবশ্যই কিওয়ার্ড সম্বলিত ভালো মানের কনটেন্ট যুক্ত করবেন এখানেএই কিওয়ার্ডগুলো যেনো খুবই সেনসিবল ও ক্যাচি (আকর্ষনীয়) হয়

অবশ্যই আপনার ফ্যান পেজটির জন্য একটি কাস্টম ইউজার নেম নির্বাচন করবেনএরফলে ভিজিটররা সহজেই ফেসবুক ডট কমের পর পেজটির ইউজার নেম বসিয়ে পেজে চলে আসতে পারবেএছাড়া ইউজার নেমটি ফেসবুকে ব্র্যান্ডিং করারও একটি ভালো উপায়আপনার যদি বিজনেস সাইট হয় তবে প্রয়োজনীয় তথ্য যেমন অ্যাড্রেস, সিটি, জিপকোড ও যোগাযোগের অন্যান্য বিষয়গুলো অ্যাড করবেনকারণ এগুলো আপনার লোকাল সার্চে প্রভাব ফেলবে

কাস্টম ল্যান্ডিং পেজ তৈরি করা
যখন কোনো ভিজিটর ফেসবুক পেজে আসে, তখন পেজটির ওয়ালেই আসেকিন্তু আপনার পেজটির ওয়াল যদি একটু কাস্টোমাইজ হয়, একটু অ্যাক্ট্রাকটিভ হয় তাহলে কতোই না প্রফেশনাল লাগে!!! এই স্পেশাল ওয়েলকাম পেজে আপনি আপনার সাইটের বিভিন্ন অফার, প্রমোশন চালাতে পারবেন


আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই সাইটে ভালো ভিজিটর পাবেন ফ্যান পেজ থেকেঅবশ্যই এই সেকশনে আপনার সাইটের লিংক যুক্ত করতে ভুলবেন নাআর কাস্টোমাইজ ওয়েলকাম পেজ তৈরি করার অনেক উপায় আছেফ্রেমওয়ার্কের মাধ্যমে এটি সহজেই করতে পারেনআগামীতে কিভাবে একটি কাস্টোমাইজ ওয়েলকাম পেজ তৈরি করা যায় সে সম্পর্কে লিখবো

ভিডিও প্রমোশন চালান
একটি পেজের প্রমোশনের জন্য ভিডিও যথাযথ উপায়তাই আপনার ফেসবুক ফ্যান পেজটির প্রমোশনের জন্য গ্রেট ও ইনোভেটিব ওয়েতে ভিডিও তৈরি করুনআমি মনে করি এভাবে একটি পেজ থেকে সাইটে ট্রাফিক আনা যায় সহজেই!


এজন্য আপনাকে টাকা খরচ করতে হবে নাআপনার পেজের সব ফিচার নিয়ে একটি ভিডিও তৈরি করুন এবং এটি ইউটিউবে আপলোড করুনভিডিওটি অবশ্যই ছোট করার চেষ্টা করবেনতবে অবশ্যই আপনার পেজের ফিচারগুলো যেনো বাদ না পড়ে

2 comments:

  1. আপনার মূল্যবান পোস্টের জন্য ধন্যবাদ।
    আমাদের ওয়েবসাইটএ লিখার আমন্ত্রন জানাচ্ছি।

    ReplyDelete
  2. আপনার মূল্যবান পোস্টের জন্য ধন্যবাদ।
    আপনাকে আমাদের ব্লগার ওয়েবসাইট http://www.youtubehelpbd.com/ এ লিখার আমন্ত্রন জানাচ্ছি।
    লিখতে এখানে রেজিষ্টশন করুন। http://www.youtubehelpbd.com/p/loading.html

    ReplyDelete