Thursday, November 5, 2015

গুগলের এডসেন্স একাউন্ট ব্যান হওয়ার আগেই জেনে নিন কিছু সাধারণ কারণের কথা।

সবাইকে হালকা শীতের শুভেচ্ছা

প্রধান কি কি কারনে একাউন্ট বাতিল হয়?

১. সবচেয়ে বড় কারন হল, ইচ্ছাকৃত এ্যাডে ক্লিক করা। দিনে রাতে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকার স্বপ্ন নিয়ে একেকজন এডসেন্স একাউন্ট খুলে কিংবা বাস্তবিকতা পুরোপুরি ভিন্ন - আর দশটা পেশার মতো টাকা কামাতে এডসেন্সের জন্যেও প্রচুর পরিশ্রম, ধৈর্য্য আর অভিজ্ঞতার প্রয়োজন। আর এসবের অভাবে নতুন এডসেন্স পাবলিশাররা সহজের হতাশ হয়ে পড়েন এবং নিজেদের এ্যাডে নিজেরাই ক্লিক করেন কিংবা অন্যদের ক্লিক করতে উৎসাহিত করেন। এ কোনো অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। কোনো ক্লিক না পেলে ওয়েবসাইট করাই বাদ দেন - তবুও নিজের এ্যাডে ক্লিক করবেন না।


২. অনেক ওয়েবসাইট বলে, তাদের সদস্য হলে নাকি তারা হাজার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেবে। এধরনের ওয়েবসাইট কিংবা প্রোগ্রামগুলো পুরোপুরি নিষিদ্ধ। এগুলোর মাধ্যমে যদি অবৈধ ক্লিক না পড়ে, তবুও অবৈধভাবে পেজ ইমপ্রেশন সৃষ্টির দায়ে বিনা নোটিসে আপনার একাউন্ট বাতিল হতে পারে। তাই কোনোরুপ কৃত্রিম উপায়ে ভিজিটর বাড়াতে চেষ্টা করবেন না।

৩. পর্ণসাইট, কাট-কপি-পেষ্ট করা লেখার ওয়েবসাইট (কপিরাইট ভঙ্গ হলে), পাইরেট সফটওয়ার ডাউনলোড, জুয়া কিংবা নিষিদ্ধ ঔষধ কিংবা মাদকদ্রব্য সেবনে উৎসাহিত করে এমন ওয়েবসাইটে এ্যাড বসালে একাউন্ট বাতিল হতে বাধ্য।
৪। অনেকে এ্যাডের পাশে লিখে দেব - "আমাদের সাহায্য করুন", "এই সাইটগুলো ভিজিট করুন", "এখানে ক্লিক করুন" কিংবা "প্রিয় ওয়েবসাইট" - এগুলো পাঠককে এ্যাডে ক্লিক করতে উৎসাহিত করারই নামান্তর, এগুলো থেকে বিরত থাকুন।

৫। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি - গুগল নতুন পাবলিশারদের প্রতি খুবই কঠোর। তাই প্রথম অবস্থায় খুবই সর্তক থাকতে হয়। গুগলের সাথে চালাকি করার জন্য আপনি যদি ১০ টা উপায় বের করে থাকেন, তবে আপনাকে ধরার জন্য অনেক আগেই তারা ১০,০০০ টা উপায় বের করে রেখেছে, তাই প্রতারনা করে রেহাই পাবেন না।

Friday, October 30, 2015

গুগলের এডসেন্স একাউন্ট ব্যান হওয়ার আগেই ঢুকে পরুন Safe Zone-এ

প্রশ্ন: গুগলের এডসেন্স একাউন্ট ব্যান বা বন্ধ হয়ে গেলে কি করবেন? যদি এক কথায় উত্তর চান, তবে এডসেন্স একাউন্ট বন্ধ হয়ে গেলে কিছুই করার নাই, তবে বন্ধ যাতে না হয় তার জন্য বন্ধ হবার আগে বন্ধ হবার কারনগুলো জানুন আর গুগলের সাথে প্রতারনা থেকে দূরে থাকুন আমি আজ র্পযন্ত একজন ব্যতীত কারও গল্প শুনি নাই যে তার একাউন্ট বাতিল হবার পর আবার সেই একাউন্ট সচল হয়েছে তাই যা করার আগেই করুন ... একাউন্ট নিস্ক্রিয় হবার পর শত চেষ্টা করেও লাভ হবে না, বাতিল হয়ে যাওয়া একাউন্ট ফেরত পাবেন না


প্রধান কি কি কারনে একাউন্ট বাতিল হয়?

১. সবচেয়ে বড় কারন হল, ইচ্ছাকৃত এ্যাডে ক্লিক করা দিনে রাতে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকার স্বপ্ন নিয়ে একেকজন এডসেন্স একাউন্ট খুলে কিংবা বাস্তবিকতা পুরোপুরি ভিন্ন - আর দশটা পেশার মতো টাকা কামাতে এডসেন্সের জন্যেও প্রচুর পরিশ্রম, ধৈর্য্য আর অভিজ্ঞতার প্রয়োজনআর এসবের অভাবে নতুন এডসেন্স পাবলিশাররা সহজের হতাশ হয়ে পড়েন এবং নিজেদের এ্যাডে নিজেরাই ক্লিক করেন কিংবা অন্যদের ক্লিক করতে উৎসাহিত করেনএ কোনো অবস্থাতেই গ্রহনযোগ্য নয়কোনো ক্লিক না পেলে ওয়েবসাইট করাই বাদ দেন - তবুও নিজের এ্যাডে ক্লিক করবেন না


২. অনেক ওয়েবসাইট বলে, তাদের সদস্য হলে নাকি তারা হাজার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেবেএধরনের ওয়েবসাইট কিংবা প্রোগ্রামগুলো পুরোপুরি নিষিদ্ধএগুলোর মাধ্যমে যদি অবৈধ ক্লিক না পড়ে, তবুও অবৈধভাবে পেজ ইমপ্রেশন সৃষ্টির দায়ে বিনা নোটিসে আপনার একাউন্ট বাতিল হতে পারেতাই কোনোরুপ কৃত্রিম উপায়ে ভিজিটর বাড়াতে চেষ্টা করবেন না


৩. পর্ণসাইট, কাট-কপি-পেষ্ট করা লেখার ওয়েবসাইট (কপিরাইট ভঙ্গ হলে), পাইরেট সফটওয়ার ডাউনলোড, জুয়া কিংবা নিষিদ্ধ ঔষধ কিংবা মাদকদ্রব্য সেবনে উৎসাহিত করে এমন ওয়েবসাইটে এ্যাড বসালে একাউন্ট বাতিল হতে বাধ্য


৪। অনেকে এ্যাডের পাশে লিখে দেব - "আমাদের সাহায্য করুন", "এই সাইটগুলো ভিজিট করুন", "এখানে ক্লিক করুন" কিংবা "প্রিয় ওয়েবসাইট" - এগুলো পাঠককে এ্যাডে ক্লিক করতে উৎসাহিত করারই নামান্তর, এগুলো থেকে বিরত থাকুন 



৫। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি - গুগল নতুন পাবলিশারদের প্রতি খুবই কঠোরতাই প্রথম অবস্থায় খুবই সর্তক থাকতে হয়গুগলের সাথে চালাকি করার জন্য আপনি যদি ১০ টা উপায় বের করে থাকেন, তবে আপনাকে ধরার জন্য অনেক আগেই তারা ১০,০০ টা উপায় বের করে রেখেছে, তাই প্রতারনা করে রেহাই পাবেন না

Sunday, October 25, 2015

গুগল এডসেন্স একাউন্ট ব্যান এড়াতে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং মাথায় রাখতে হবে। পার্ট-2



প্রিয় টেকটিউন্স বাসি, কেমন আছেন সবাই? আশা করি ভাল। চলেন কাজের কথায়ঃ যেখানে এডসেন্স পাওয়াই টাফ আর তার উপর যদি কিছু ব্যাপার না জানার কারনে এডসেন্স ব্যান হয় তাহলে খুব খারাব লাগে।আগের পার্বে কয়েটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আবার পরের পয়েন্টগলো তুলে ধরলাম আশা করি ভাল লাগবে।

৭। গুগল সাপোর্ট করে না এমন সব ভাষায় লেখা সাইটে এড বসানো থেকে বিরত থাকুনযার জন্য এডসেন্স ব্যান হয়ে যেতে পারেগুগল সাপোর্ট করে শুধু মাত্র “Chinese (simplified), Japanese, Danish, Korean, Dutch, Norwegian, English, Polish, Finnish, Portuguese, French, Russian, German, Spanish, Hungarian, Swedish, Italian and Turkish”. In addition, Adsense for search is available in Czech, Slovak, and Traditional Chinese.

৮। ছবির সাথেই গুগলের এড কখনই বসাবেন না এতে ভিসিটর বিভ্রান্তিতে পরে আর এটা গুগল কখনো সাপোর্ট করে না যা এডসেন্স ব্যান হওয়ার কারন হতে পারে

৯। অতিরিক্ত কিওয়ার্ড ও একই কিওয়ার্ড বার বার ব্যাবহার এবং বিষয় ব্যতীত ভিন্ন কিওয়ার্ড ব্যাবহার এডসেন্স ব্যান হওয়ার জন্য দায়ী

১০। High Paying Keyword টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই
১১। এ্যাডের কোড পরিবর্তন করার চেষ্টা করবেন নাযদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন

১২। ভিসিটরকে বিভিন্ন লেখার (Click here, Click this) মাধ্যমে এড এ ক্লিক করতে অনুপ্রাণিত করবেন না

১৩।। সাইটের উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় Widgets ব্যবহার করা উচিৎ হবে নাযা এডসেন্স ব্যান হওয়ার কারন হতে পারে

১৪। পোস্টে অতি মাত্রায় H2 Tag এর ব্যাবহার করা থেকে বিরত থাকুন
এগুলোও মেনে এডসেন্স ব্যাবহার করুনঃ

১৫। অন্য কাঊকে এডসেন্স এর Impressions, CTR এবং CPM ইত্যাদি বলা থেকে বিরত থাকুনএবং একি সাথে ইমেইলের মাধ্যমে এড কোড পাঠাবেন না
১৬। ভুলেও কিন্তু এডসেন্স এবং ক্লিকসর একসাথে ব্যাবহার করবেন না, কারন ক্লিকসর কনটেক্সচুয়াল এড, যেটা এডসেন্স এর টার্মস বিরোধীইয়াহু অথবা ক্লিকসর এডসেন্সের সাথে বসালে এমনিতেই এডসেন্স ব্যান হয়ে যাবেআর এডব্রাইট এবং বিডভার্টাইজার ব্যাবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এডসেন্স এর সাথে এডের সাইজ এবং কালার এক না হয়

১৭। এডসেন্স সচল থাকা সত্ত্বেও আরেকটি একাউন্ট খোলার চেষ্টা করছেন যা বিদ্যমান একাউন্ট ব্যান হওয়ার কারন হতে পারেকেননা গুগল কখনো মাল্টি একাউন্ট ব্যাবহারের অনুমতি প্রদান করেনা

আশা করি বুঝতে পেরেছেন। আমি এই কথাগুল শুধু মাত্র নতুন পাবলিশারদের জন্য তুলে ধরেছি। ধন্যবাদ ভাল থাকবেন।

Tuesday, October 20, 2015

গুগল এডসেন্স একাউন্ট ব্যান এড়াতে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং মাথায় রাখতে হবে। পার্ট-১

ইন্টারনেটের আয়ের কৌশল এ যে কোন ব্লগারেরই অন্যতম পছন্দই হচ্ছে Google Adsense. বর্তমানে বাংলাদেশ সহ অনেক পৃথিবীর অনেক দেশেই গুগল এডসেন্স ভালো মানের সাইট বা ব্লগ না হলে Approve করছেনাআমাদের পাশাপাশি দেশ ভারত আর চীনে তো কোন সাইটের বয়স ৬ মাসের কম হলে গুগল এডসেন্স এর অ্যাপ্লাই যোগ্য হচ্ছেনা যেখানে এডসেন্স পাওয়াই টাফ আর তার উপর যদি কিছু ব্যাপার না জানার কারনে এডসেন্স ব্যান হয় তখন মন মানুষিকতা ই নষ্ট হয়ে যায়এডসেন্স খুব ই সংবেদনশীল একটা ব্যাপারআর এ ব্যাপারে যদি সঠিক দৃষ্টি দেয়া না হয় তবে নিশ্চিত এডসেন্স ব্যান হয়ে যাবেএডসেন্স ব্যান হওয়া পাব্লিসার্সদের জন্য গাইডআজ আমার এই পোষ্টটি এডসেন্স ব্যান ঠেকানোর বিস্তারিত ব্যাপার নিয়ে করাআশা করি আপনাদের উপকারে আসবেকথা না বাড়িয়ে শুরু করা যাক



এডসেন্স ব্যান এড়াতে নিম্নলিখত ব্যাপার গুলো অনুসরণ করুন :

1. নিজের এড এ নিজে ক্লীক করা থেকে বিরত থাকুন এতে অতিমাত্রায় Invalid Clicks Impressions বাড়ে যা এডসেন্স ব্যান হওয়ার অন্যতম কারণ

2. বন্ধু বা পরিচিতদের ও আপনার সাইটের এড এ ক্লীক করতে অনুপ্রাণিত করবেন না

3. সাইবার ক্যাফে বা বন্ধুর পিসিতে আপনার এডসেন্স একাউন্টে লগিন করা থেকে বিরত থাকুন

4. Nudity বা পর্নগ্রাফি টাইপের সাইটে এবং হ্যাকিং ও ক্রেকিং বিষয়ক সাইটে এডসেন্সের এড বসাবেন না (অন্যের ডাউনলোড লিংক ব্যাবহারের ক্ষেত্রেও সতর্ক হোন)

5. কোন Violent, Gambling অথবা casino এবং Sales of weapons রিলেটেড কনটেন্ট নিয়ে লেখা সাইটে এড বসানো যাবেনা যা কিনা গুগলের কাছে ইলিগেল বলে বিবেচিত


6. কপিরাইট আইনে পরে এমন সাইটে এড বসানো যাবেনা গুগল চায় কন্টেন্ট আর অবশ্যই ভালো মানের ইউনিক কন্টেন্ট, সুতরাং অতিমাত্রায় কপিপেস্ট এডসেন্স ব্যান হওয়ার জন্য দায়ী হতে পারেকনটেন্ট হীন পাতায় এ্যাড বসাবেন না এবং পেজে হিডেন টেক্সট ও লিংক ব্যাবহার করবেন না

Monday, October 19, 2015

জেনে নিন গুগল অ্যাডসেন্স সম্পর্কে এবং আয় করুন ১০০% সঠিক ভাবে

যারা মূলত ব্লগিং করেন তারা অ্যাডসেন্স সম্পর্কে জানেনতবে যারা এই বিষয়টি জানেন না তাদের জন্য এই লেখা অ্যাডসেন্স হলো  সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশনএটি মূলত একটি লাভ-অংশিদারী প্রকল্প যার মাধ্যমে ব্যবহারকারী তার ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপনের বিষয়বস্তু থেকে অর্থ উপার্জন করতে পারেনএকটি ওয়েবসাইটের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপণ প্রদর্শন করতে পারেন এবং তা থেকে অর্থ উপার্জন করতে পারেনবর্তমান অনলাইন বিশ্বে এই বিষয়টি ব্যপক সাড়া জাগিয়েছেবাংলাদেশে ফ্রিল্যান্সিং বা অনলাইনে আয়ের বিভিন্ন কাজের মাধ্যমে যে পরিমান আয় আসে তার প্রায় ১২ শতাংশ আসে অ্যাডসেন্স থেকেএক্ষেত্রে মূলত বিভিন্ন ব্লগ সাইটে গুগলের অ্যাডসেন্স বসিয়ে এ পরিমান আয় করেন বাংলাদেশি অ্যাডসেন্স পাবলিশাররা২০০৩ সালের ১৮ জুন সর্বপ্রথম গুগল অ্যাডসেন্স প্রকাশ করে

২০১০ সালের Q1তে, গুগল $২.০৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল ($৮.১৬ বিলিয়ন বার্ষিক), অথবা অ্যাডসেন্সের মধ্য দিয়ে মোট রাজস্ব ৩০% আয় করেছিলঅ্যাডসেন্স গুগলের বিজ্ঞাপন প্রচার প্রোগ্রামএ প্রোগ্রামের মাধ্যমে গুগল তৃতীয় পরে বিভিন্ন বিজ্ঞাপন ওয়েবমাস্টার এবং ব্লগের মালিকদের নিকট বন্টন করেওয়েবসাইটে গুগল এডসেন্স বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ওয়েবমাস্টাররা অর্থ উপার্জন করতে পারেবিজ্ঞাপণদাতাদের নিকট থেকে প্রাপ্ত অর্থের ৬০ থেকে ৭০ শতাংশ ওয়েবমাস্টরদের মাধ্যমে বিতরণ করে গুগলগুগল অ্যাডসেন্সের মাধ্যমে যেকেউ অর্থ আয় করতে পারেপ্রচুর বাংলাদেশী ব্লগার এবং ওয়েবসাইটের মালিক গুগল অ্যডসেন্সের বিজ্ঞাপণ প্রদর্শণের মাধ্যমে বর্তমানে অর্থ আয় করছেন


গুগল এডসেস্ন সম্পর্কে আরো বিস্তারিত জানতে আসতে পারেন আমার ব্লগেঃ Tapos Media

Sunday, October 18, 2015

গুগল এডসেস্ন থেকে আয় করতে চান? তবে, যে কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই জানতে এবং মানতেই হবে।

১. এমনই বিষয় নিয়ে ওয়েবসাইট করবেন, যে বিষয়ে আপনার আগ্রহ এবং খুব ভালো জানাশোনা রয়েছে

২. রেভিনিউ বাড়াতে একাধিক ওয়েবসাইট নিয়ে কাজ করুন, প্রতি সাইটে একটি নিশ নিয়ে লিখুন

৩. গুগল চায় ভালো মানের ইউনিক কনটেন্ট, যা সার্চে ভালো পজিশনে থাকবেতাই এই বিষয়টিতে নজর দিন

৪. গুগল সাপোর্ট করে না এমন সব ভাষায় লেখা সাইটে অ্যাড বসানো থেকে বিরত থাকুন। (যেমন বাংলা ভাষার সাইটে অ্যাড বসাবেন না)

৫. হাই পেয়িং কিওয়ার্ড টার্গেট না করে, ব্লগে কোয়ালিটি কনটেন্ট এর উপর জোর দিনকিওয়ার্ড টার্গেট করে কনটেন্ট ডেভেলপ করে নিয়মিত আপনার সাইটকে আপডেট করার চেষ্টা করুন

৬. অ্যাডের কোড পরিবর্তন করার চেষ্টা করবেন নাযদি পরিবর্তন করতেই হয়, তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকেই পরিবর্তন করুন

৭. ছবির সাথেই গুগলের অ্যাড কখনই বসাবেন নাএতে ভিসিটর বিভ্রান্তিতে পড়ে আর এটা গুগল কখনো সাপোর্ট করে না, যা অ্যাডসেন্স ব্যান হওয়ার কারণ হতে পারে

৮. সাইটের সঙ্গে মানানসইভাবে অ্যাড বসানভিসিটরকে বিভিন্ন লেখার (Click here,Click this) মাধ্যমে অ্যাড এ ক্লিক করতে অনুপ্রাণিত করবেন না

৯. নিয়মিত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভালভাবে চেক করবেনহঠাৎ করে কেন আপনার ব্লগে ক্লিক বেড়ে গেল তা চেক করবেনঅসঙ্গতি লক্ষ্য করলে সাথে সাথে সেটি অ্যাডসেন্সকে কে জানানআর তখন আপনার অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে



১০. অ্যাডসেন্স সচল থাকা স্বত্ত্বেও আরেকটি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন নাকারণ এটি আপনার বর্তমান অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারন হতে পারেকেননা গুগল কখনো মাল্টি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেয় না

Saturday, October 17, 2015

গুগল এডসেন্স একাউন্ট ব্যান্ড? পুনরায় এডসেন্স একাউন্ট খুলার কিছু হিডেন টিপস্‌

গুগল এডসেন্সে -এ এপ্লাই করার আগে যেই সব দিকগুলো খেয়াল রাখবেন তা হলঃ

প্রথমেই নতুন করে ওপারেটিং সিস্টেমটি (উইন্ডোজ) রি-ইনিস্টল করে নিন, ৭ থাকে ৮ কিংবা ৮ থাকলে ৭ ইনিস্টল করে কাজের এক ধাপ এগিয়ে যানআই.পিঃ পারলে আপনি আপনার আই.পি. নাম্বারটি চেঞ্জ করে নিননা পারলে তেমন সমস্যা হবে নাআমি নিজেও করি নাইতবে ওভার কনফিডেন্ট এর জন্য করতে পারেন

নামঃ অনেকে বলে এক নামে একাধিক একাউন্ট করা যায় নাআসলে কথাটা একদম ভুলকারন পৃথিবীতে একই নামে লাখ লাখ লোক আছেতাই নামে কোন সমস্যা নাই আপনি নিশ্চিন্তায় আপনার আগের নাম ব্যবহার করতে পারবেন

ঠিকানাঃ অবশ্যই ঠিকানা পরিবর্তন করে দিবেনআগে যেই ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানা না ব্যবহার করাই উত্তম হবেএকদম নিরুপায় হলে আগের টার সাথে ঠিকানার আগ-পিছ করে পরিবর্তন করে নিনযেমনঃ প্রথমটায় ছিল এইরকম (১৫/৭ যাত্রাবাড়ি, ডেমরা, ঢাকা) নতুন করে এইভাবে দিতে পারেন (যাত্রাবাড়ি ১৫/৭, ডেমরা, ঢাকা) এই ভাবে কিছুটা পরিবর্তন করে দিন

মোবাই নাম্বারঃ অব্যশই মোবাইল নাম্বার পরিবর্তন করে দিবেন

ব্রাউজারঃ অবশ্যই আপনি আপনার সকল ব্রাউজার রি-ইনিস্টল করে নিনপোর্টেবল ব্রাউজার থাকলে তার সকল ক্যাশ ও কুকিজ ডিলিট করে নিন


পুরাতন সাইটে এডস্‌ ব্যবহারঃ আপনি আপনার সকল পুরাতন সাইটে এডসেন্স এর এডস্‌ ব্যবহার করতে পারবেনতবে আপনার যে সাইট টি এডসেন্স সরাসরি সাইট ব্যান্ড করে দিছে সেটাতে ব্যবহার করবেন না