Thursday, May 30, 2013

এডসেন্স ব্যান এড়াতে বিশেষ দৃষ্টি দিন

আসল কথায় আসা যাকইন্টারনেটের আয়ের কৌশল এ যে কোন ব্লগারেরই অন্যতম পছন্দই হচ্ছে Google Adsense. কন্টেন্ট রিলেটেড এড এবং ক্লীক প্রতি আয়ের হার ভালো হওয়ায় এডসেন্সের বর্তমান চাহিদা দিন দিন পাব্লিশার্সদের মধ্যে বেড়েই চলেছেবর্তমানে বাংলাদেশ সহ অনেক পৃথিবীর অনেক দেশেই গুগল এডসেন্স ভালো মানের সাইট বা ব্লগ না হলে Approve করছেনাআমাদের পাশাপাশি দেশ ভারত আর চীনে তো কোন সাইটের বয়স ৬ মাসের কম হলে গুগল এডসেন্স এর অ্যাপ্লাই যোগ্য হচ্ছেনা
যেখানে এডসেন্স পাওয়াই টাফ আর তার উপর যদি কিছু ব্যাপার না জানার কারনে এডসেন্স ব্যান হয় তখন মন মানুষিকতা ই নষ্ট হয়ে যায়এডসেন্স খুব ই সংবেদনশীল একটা ব্যাপারআর এ ব্যাপারে যদি সঠিক দৃষ্টি দেয়া না হয় তবে নিশ্চিত এডসেন্স ব্যান হয়ে যাবেএডসেন্স ব্যান হওয়া পাব্লিসার্সদের জন্য গাইডআজ আমার এই পোষ্টটি এডসেন্স ব্যান ঠেকানোর বিস্তারিত ব্যাপার নিয়ে করাআশা করি আপনাদের উপকারে আসবেকথা না বাড়িয়ে শুরু করা যাক



এডসেন্স ব্যান এড়াতে নিম্নলিখত ব্যাপার গুলো অনুসরণ করুন :

নিজের এড এ নিজে ক্লীক করা থেকে বিরত থাকুন এতে অতিমাত্রায় Invalid Clicks Impressions বাড়ে যা এডসেন্স ব্যান হওয়ার অন্যতম কারণ
বন্ধু বা পরিচিতদের ও আপনার সাইটের এড এ ক্লীক করতে অনুপ্রাণিত করবেন না
সাইবার ক্যাফে বা বন্ধুর পিসিতে আপনার এডসেন্স একাউন্টে লগিন করা থেকে বিরত থাকুন
Nudity বা পর্নগ্রাফি টাইপের সাইটে এবং হ্যাকিং ও ক্রেকিং বিষয়ক সাইটে এডসেন্সের এড বসাবেন না (অন্যের ডাউনলোড লিংক ব্যাবহারের ক্ষেত্রেও সতর্ক হোন)
কোন Violent, Gambling অথবা casino এবং Sales of weapons রিলেটেড কনটেন্ট নিয়ে লেখা সাইটে এড বসানো যাবেনা যা কিনা গুগলের কাছে ইলিগেল বলে বিবেচিত
কপিরাইট আইনে পরে এমন সাইটে এড বসানো যাবেনা
গুগল চায় কন্টেন্ট আর অবশ্যই ভালো মানের ইউনিক কন্টেন্ট, সুতরাং অতিমাত্রায় কপিপেস্ট এডসেন্স ব্যান হওয়ার জন্য দায়ী হতে পারেকনটেন্ট হীন পাতায় এ্যাড বসাবেন না এবং পেজে হিডেন টেক্সট ও লিংক ব্যাবহার করবেন না
গুগল সাপোর্ট করে না এমন সব ভাষায় লেখা সাইটে এড বসানো থেকে বিরত থাকুনযার জন্য এডসেন্স ব্যান হয়ে যেতে পারেগুগল সাপোর্ট করে শুধু মাত্র “Chinese (simplified), Japanese, Danish, Korean, Dutch, Norwegian, English, Polish, Finnish, Portuguese, French, Russian, German, Spanish, Hungarian, Swedish, Italian and Turkish”. In addition, Adsense for search is available in Czech, Slovak, and Traditional Chinese. আর একটা কথা বাংলা ভাষায় লেখা সাইটেও এডসেন্সের এড বসাবেন না
ছবির সাথেই গুগলের এড কখনই বসাবেন নাএতে ভিসিটর বিভ্রান্তিতে পরে আর এটা গুগল কখনো সাপোর্ট করে না যা এডসেন্স ব্যান হওয়ার কারন হতে পারে
অতিরিক্ত কিওয়ার্ড ও একই কিওয়ার্ড বার বার ব্যাবহার এবং বিষয় ব্যতীত ভিন্ন কিওয়ার্ড ব্যাবহার এডসেন্স ব্যান হওয়ার জন্য দায়ী
High Paying Keyword টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই
এ্যাডের কোড পরিবর্তন করার চেষ্টা করবেন নাযদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন
ভিসিটরকে বিভিন্ন লেখার (Click here,Click this) মাধ্যমে এড এ ক্লিক করতে অনুপ্রাণিত করবেন না
সাইটের উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় Widgets ব্যবহার করা উচিৎ হবে নাযা এডসেন্স ব্যান হওয়ার কারন হতে পারে
পোস্টে অতি মাত্রায় H2 Tag এর ব্যাবহার করা থেকে বিরত থাকুন
এগুলোও মেনে এডসেন্স ব্যাবহার করুনঃ

অন্য কাঊকে এডসেন্স এর Impressions, CTR এবং CPM ইত্যাদি বলা থেকে বিরত থাকুনএবং একি সাথে ইমেইলের মাধ্যমে এড কোড পাঠাবেন না
ভুলেও কিন্তু এডসেন্স এবং ক্লিকসর একসাথে ব্যাবহার করবেন না, কারন ক্লিকসর কনটেক্সচুয়াল এড, যেটা এডসেন্স এর টার্মস বিরোধীইয়াহু অথবা ক্লিকসর এডসেন্সের সাথে বসালে এমনিতেই এডসেন্স ব্যান হয়ে যাবেআর এডব্রাইট এবং বিডভার্টাইজার ব্যাবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এডসেন্স এর সাথে এডের সাইজ এবং কালার এক না হয়
এডসেন্স সচল থাকা সত্ত্বেও আরেকটি একাউন্ট খোলার চেষ্টা করছেন যা বিদ্যমান একাউন্ট ব্যান হওয়ার কারন হতে পারেকেননা গুগল কখনো মাল্টি একাউন্ট ব্যাবহারের অনুমতি প্রদান করেনা
বিশেষ টিপস (বাস্তব অভিজ্ঞতা):

বাংলা সাইট গুলোতে আপনার সাইটের লিংকসহ কমেন্ট করা থেকে বিরত থাকুনএর কারনেও অনেকের এডসেন্স ব্যান হতে পারেবলতে পারেন এটা আবার কিভাবে ? আমরা অনেকেই ভিসিটর পাওয়ার জন্য বাংলা সাইট গুলোতে কমেন্ট করে আমাদের সাইটের লিংক দেইযা আদৌ দেয়া ঠিক নয়এতে করে আপনার কম্পিটেটর কেউ নয়তো বা আপনার ভালো চায় না এমন লোকরা আপনার এড এ অতিমাত্রায় Invalid Clicks এর মাধ্যমে আপনার এডসেন্স কে ব্যান করায় দিতে পারেSo be careful…

এরকম পরিস্থিতি থেকে বাঁচতেঃ

নিয়মিত আপনার এডসেন্স একাউন্ট ভালভাবে চেক করবেনহঠাৎ করে কেন আপনার ব্লগে ক্লিক বেড়ে গেল তা চেক করবেনচেক করে সেটি এডসেন্সকে মেইল করে জানানমেইল করলে এডসেন্স সেই আইপিটি ব্লক করে দিবেআর তখন আপনার একাউন্টটি নিরাপদ থাকবে


সার্চ করলে কিছু সফটওয়্যার পাবেন (যেমন AdSense Watch Toolbar) যেগুলো এডসেন্স ক্লিক উয়াচ করে (সাথে সাথে Page impressions, Clicks, Page CTR, Page eCPM and Earnings দেখায় )এই সফটওয়্যারগুলো কে কখন কোন আইপি থেকে ক্লিক করলো তা জানিয়ে দিবেInvalid Clicks Issues and Concerns সম্পর্কে আরও জানতে গুগলের এডসেন্স সাপোর্ট এ যানআর Invalid Activity’র কারনে আপনার এডসেন্স ব্যান হয়ে থাকলে এখানে আপিল করুন। ( সফটওয়্যার ব্যাবহারের দায় বদ্ধতা পোস্টের লেখক বহন করবেনা )

0 comments:

Post a Comment